মহিলা কর্মীদের জন্য ঋতুকালীন ছুটি (Period time-off) চালু করল ফুড ডেলিভারি সংস্থা সুইগি (Swiggy)। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, প্রতি মাসে দু’দিন করে ঋতুস্রাব চলাকালীন ছুটি পাবেন সংস্থার মহিলা কর্মীরা। মহিলাদের কাজের সুস্থ পরিবেশ দিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
সুইগির ভাইস প্রেসিডেন্ট মিহির শাহ জানিয়েছেন, ঋতুকালীন চ্যালেঞ্জের মোকাবিলায় তাঁদের পাশে দাঁড়াতে সংস্থার সকল মহিলা কর্মীদের মাসে দু’দিনের সবেতন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সালটা ২০২১ হলে হবে কী! মহিলাদের পিরয়ড এবং সেই সংক্রান্ত হাইজিন, সমস্যা, সব নিয়েই সমাজে এখনও অকারণ ফিসফাস, সেই পরিস্থিতিতে সুইগির মতো জনপ্রিয় এক সংস্থার এমন সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।