দিন তিনেক লাগাতার বৃষ্টির পর দক্ষিণবঙ্গে দুর্যোগ কমলেও এবার অন্য চিন্তা। কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে হাওড়া, হুগলি, বর্ধমানের বহু এলাকা। তার উপর দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় বানভাসি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই তিন জেলার বহু জায়গায়। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর ব্যারেজ থেকে ৭২ হাজার ২২৫ কিউসেক জল ছাড়া হয়েছে। নিম্নচাপের জেরে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হচ্ছে। নদীগুলোও ফুলে ফেঁপে উঠেছে। মাইথন এবং পাঞ্চেত-এ জলস্তর বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। জলের চাপ বাড়ছে দুর্গাপুর ব্যারেজের উপরও। যে হেতু এই ব্যারেজের জলধারণ ক্ষমতা কম তাই বাধ্য হয়েই জল ছাড়া শুরু করেছে তারা।
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বিহারমুখী হওয়ায় রাজ্যের পশ্চিম অংশের চার জেলায় ভারী-অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বর্ধমানে হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার-আলিপুরদুয়ারে ভারী-মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
সব মিলিয়ে বৃষ্টি কমলেও দুশ্চিন্তার মেঘ কাটেনি এখনও।