LPG Price Hike: পুজোর আগে বড় ধাক্কা, প্রায় ৫০টাকা করে বৃদ্ধি পেল গ্যাস সিলিন্ডারের দাম

Updated : Oct 01, 2024 12:37
|
Editorji News Desk

ফের LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি। তবে শুধুমাত্র বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। ১ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে ৪৮ টাকা ৫০ পয়সা। দাম বৃদ্ধির ফলে বর্তমানে ১৯ কেজি  সিলিন্ডারের দাম হবে ১৭৪০ টাকা। আগে যা ছিল ১৬৯১ টাকা ৫০ পয়সা।

শুধু বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম নয়, ৫ কেজি ফ্রি ট্রেড সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে ৫ কেজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে ১২টাকা। 

বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন কলকারখানার জন্য যাঁরা গ্যাস কেনেন তাঁরা সমস্যায় পড়বেন। তবে ডোমেস্টিক গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। 

গোটা দেশের জন্যই নতুন দাম কার্যকর হবে মঙ্গলবার থেকেই। তবে বিভিন্ন শহর অনুযায়ী বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সামান্য তারতম্য হবে। রাজ্যস্তরে বিভিন্ন শুল্কের জন্য দামের তারতম্য হতে পারে। 

কারা সমস্যায় পড়বেন? 
বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে বিভিন্ন সেক্টরের অপারেটিং কস্ট বৃদ্ধি পাবে। মূলত যাঁরা তৈরি করা খাদ্যদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত তাঁদের কস্টিং অনেকটা বৃদ্ধি পাবে। এবং সেই কারণে খাবারের দামও বৃদ্ধি করার পথে হাঁটবেন ব্যবসায়ীরা। যার ফলে হোটেল ও রেস্টুরেন্টে খাবারের দাম বৃদ্ধি পাবে। 

এর আগে সেপ্টেম্বর মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় সিলিন্ডার পিছু ৩৯ টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছিল। এরপর ঠিক এক মাসের মাথায় ফের আরও একবার দাম বৃদ্ধি করা হল।

LPG

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল

editorji | ব্যবসা-বাণিজ্য

Personal Loan : পার্সোনাল লোন সংক্রান্ত ৬'টি মিথ, লোন নেওয়ার আগে যা জেনে নিলে সুবিধা হবে আপনারই