সাম্প্রতিক বাজেটে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিশেষ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নির্বাচন সংক্রান্ত খরচের জন্য আগের থেকে ১০ শতাংশ বেশি অর্থ বরাদ্দ করা হল। ২০২৩ সালের বাজেটে নির্বাচনের জন্য বরাদ্দ অর্থ ছিল ২,১৮৩ কোটি ৭৮ লক্ষ টাকা। যা, ২০২৪ সালের অন্তর্বর্তী বাজেটে বাড়িয়ে করা হল ২,৪৪২ কোটি ৮৫ লক্ষ টাকা। এর মধ্যে ১,০০০ কোটি টাকা লোকসবার জন্য বরাদ্দ। যা, গতবারের তুলনায় ১৮০ কোটি টাকা বেশি।
এছাড়া, নির্বাচনী প্রস্তুতি এবং ভোটের কাগজের মুদ্রণের জন্য ১,০০৩ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। গত বছর যে অঙ্কটা ছিল মাত্র ৯৪ কোটি টাকা।
এছাড়া, ২০২৩ সালের বাজেটে ভোটারদের পরিচয়পত্রের জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তা বাড়িয়ে এবারের বাজেটে করা হল ৪০৪ কোটি ৮১ লক্ষ টাকা। এছাড়া, অতিরিক্ত ইভিএমের জন্য আলাদা করে রাখা হয়েছে ৩৪ কোটি ৮৪ লক্ষ টাকা।