দেশজুড়ে অনেকটাই কমল সোনার দাম (Gold Price)। গত ২৪ ঘণ্টায় ২২ ও ২৪ ক্যারেটের (22K and 24K Gold) সোনার দামে পতন হয়েছে। পশ্চিমবঙ্গ ও কলকাতাতেও (Kolkata) সস্তা হয়েছে সোনা। দেশের অন্য শহরেও কমেছে সোনার দাম।
কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৪৭১০ টাকা। দাম কমেছে ৪০ টাকা। ২২ ক্যারেটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৩৭,৬৮০ টাকা। এক্ষেত্রে দাম কমেছে ৩২০ টাকা। কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৭,১০০ টাকা। প্রতি ১০ গ্রামে ৪০০ টাকা দাম কমেছে। ১০০ গ্রামের দাম হয়েছে ৪ লক্ষ ৭১ হাজার টাকা। শুধু ২২ ক্যারেট নয়, ২৪ ক্যারেট অর্থাৎ খাটি সোনারও দাম কমেছে। কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫,১৩৮ টাকা। ১০ গ্রামের দাম ৫ লক্ষ ১৩ হাজার ৮০০ টাকা। ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামে দাম কমেছে ৪,৩০০ টাকা।
আরও পড়ুন: চলতি অর্থবর্ষেই বন্ধ হতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ৬০০ শাখা
সব মিলিয়ে কলকাতায় ১, ৮, ১০ ও ১০০ গ্রামের সোনার দাম কমেছে ৯৫০০ টাকার বেশি। গোটা দেশেই কিছুটা হলেও দাম কমেছে সোনার। তবে এই দাম জিএসটি বা শুল্ক কর ছাড়া। সোনা কেনার সময় তার ওপর উপযুক্ত শুল্ক ধার্য করা হবে।