বড় দিনের আগে ফের দাম বাড়ল সোনার (Gold Price Hike), বিয়ের মরসুমে দাম খানিক আয়ত্তে থাকলেও পৌষের শুরু থেকেই অল্প অল্প করে দাম বাড়ছে হলুদ ধাতুর। গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার, ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,০২৫ টাকা। বুধবারের থেকে দাম বেড়েছে ১৫ টাকা। একইভাবে, লক্ষ্মীবারে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫০,২৫০ টাকা বুধবারের তুলনায় দাম বেড়েছে ১৫০ টাকা।
Covid-Narendra Modi: দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে কেন্দ্র, দুপুরেই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
এদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ৫,৪৮২ টাকা, এবং ১০ গ্রাম ২৪ ক্যারেটের দাম যাচ্ছে ৫৪,৮২০ টাকা। গতকালের তুলনায় প্র্রতি ১ গ্রাম ২৪ ক্যারেটের দাম বেড়েছে ১৭ টাকা এবং ১০ গ্রামের দাম বেড়েছে ১৭০ টাকা। রুপোর দাম অপরিবর্তিত আছে। ১ গ্রাম রুপোর দাম যাচ্ছে ৭০.১০ টাকা।