বেশ কয়েকদিন ধরেই পর পর সোনার (Gold) দাম কমছে। রবিবার বাজার খুলতেই ফের স্বস্তি। কলকাতার বাজারে অপরিবর্তিত রইল সোনা-রুপোর (Silver) বাজার দর।
দেখে নেওয়া যাক সোনার রবিবাসরীয় বাজার দর। ১ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম যাচ্ছে ৫,১৫০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম যাচ্ছে ৫১ হাজার ৫০০ টাকা।
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ৫,৬১৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৬,১৮০ টাকা। কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৬৮,৩০০ টাকা।
আরও পড়ুন - মাঠেই পরে মাঠের আলু, দাম না পাওয়ার অভিযোগ বাঁকুড়ার চাষিদের