সাধারণ মানুষের ঘাড়ে মূল্যবৃদ্ধির চাপ (Inflation hike) অব্যাহত। এপ্রিল মাসেও এর থেকে মুক্তি মিলবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বরং, এপ্রিলে মূল্যবৃদ্ধি (Inflation hike) আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহালমহল। গত ২২ মার্চ থেকে লাগাতার বৃদ্ধি পেয়েছে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel price)। মাত্র ৯ দিনে পেট্রোলের দাম প্রতি লিটারে ৫ টাকা ৬০ পয়সা বৃদ্ধি পায়।
এপ্রিল মাস জুড়েও এই মূল্যবৃদ্ধির গ্রাফে কোনও পরিবর্তন আসবে না বলেই মনে করা হচ্ছে। জ্বালানি তেল (Petrol and Diesel price) ছাড়াও এপ্রিল থেকেই বৃদ্ধি পাবে ৮০০'টি অত্যবশকীয় ওষুধের (Medicines price hike) মূল্য।
আরও পড়ুন: শেষ হল 'দার্জিলিং জমজমাট'-এর শুটিং, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন পরিচালক
জ্বালানি তেল এবং ওষুধ ছাড়াও মোটরবাইক ও গাড়ির (Automobiles price hike) দাম বৃদ্ধি পাবে এপ্রিল থেকে। টাটা মোটর্স, টয়োটা, বিএমডব্লিউ, অডি, মার্সিডিজের মতো গাড়ি সংস্থাগুলিও নিজেদের সংস্থার গাড়ির দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে নিজেদের সমস্ত মোটরবাইক ও স্কুটির দাম বাড়াতে চলেছে হিরো মোটরকর্পও।