ঘরে বসে বিছানায় গা এলিয়ে আর কোলে ল্যাপটপটা রেখে কাজ করতেই বেশি ভাললাগে এখনও? চিন্তা করবেন না! আপনি একা নন! সাম্প্রতিক রিপোর্ট বলছে, মাত্র ৫ শতাংশ আইটি কর্মচারী ছাড়া আর প্রায় সকলেই মূলত এমনভাবে কাজ করতেই আগ্রহী। ন্যাসকম-বিসিজি'র নতুন রিপোর্ট (Nasscom-BCG report) বলছে, ৭০ শতাংশ কর্মচারীই পছন্দ করেন হাইব্রিড মডেলে (Hybrid working model) কাজ করতে। বাকি, ২৫ শতাংশ চান সম্পূর্ণভাবে রিমোট ওয়ার্কিং পদ্ধতিতেই (remote working model) বিশ্বাসী।
বিসিজি (BCG) সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও পার্টনার নীতিন চান্দালিয়া বলেন, "বহু সংস্থা ইতিমধ্যেই হাইব্রিড অপারেটিং মডেল নিয়ে তাদের ভাবনার কথা জানিয়েছে। ভবিষ্যতেও যে এই মডেল থাকবে, তা স্পষ্টভাবেই বলা যায়। আমরা এমন একটি সময়ে প্রবেশ করেছি যেখানে কেবলমাত্র অর্থের জন্য নয়, হাইব্রিড ওয়ার্কিং মডেলের (Hybrid working model) জন্যও কর্মচারীরা তাঁদের কর্মক্ষেত্র বদলাতে চাইছেন এবং ভবিষ্যতেও চাইবেন"।
আরও পড়ুন: বিশ্বজুড়ে কমছে করোনা সংক্রমণ, কমছে মৃতের সংখ্যাও, জানাল WHO
প্রসঙ্গত, বিশ্বজুড়ে মোট ২ লক্ষ কর্মচারীর (2 lacs employees) ওপর এই সমীক্ষাটি চালানো হয়। যাঁদের মধ্যে ভারত থেকে ছিলেন ৫০০ জন।
বিশেষজ্ঞরা (Experts said) জানিয়েছেন, অফিস খোলার ব্যাপারে সমস্ত সংস্থা সচেষ্ট হয়ে উঠলেও এটা পরিষ্কার যে, পরিস্থিতি আর কিছুতেই আগেরমতো হবে না।অধিকাংশ কর্মীর জন্যই 'ওয়ার্ক ফ্রম হোম' মডেলই (WFH model) ভবিষ্যত হতে চলেছে।