হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিপাকে পড়েছে আদানি গোষ্ঠী৷ কিন্তু সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে মরিয়া তারা। একটি ব্যাঙ্কিং গোষ্ঠীর কাছ থেকে নেওয়া ঋণ সময়ের আগেই শোধ করার সিদ্ধান্ত নিলেন তাঁরা। ঋণের পরিমাণ ৫০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৪ হাজার কোটি টাকা।
বার্কলেস পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি, ডয়েশ ব্যাঙ্ক এজি-র মতো গোষ্ঠী গত বছর প্রায় ৩৭ হাজার কোটি টাকা আদানিদের ঋণ হিসাবে দিয়েছিল। আগামী ৭ মার্চের মধ্যে সেই ঋণের একটি অংশ পরিশোধ করার কথা ছিল চুক্তিতে। কিন্তু ৭ মার্চ পর্যন্ত আর অপেক্ষা করলেন না আদানিরা। সময়ের আগেই ওই ঋণ শোধ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর ফলে শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বাড়বে।
হিন্ডেনবার্গের রিপোর্টের পর টানা এক সপ্তাহ আদানির শেয়ারের দর পড়ছিল। কিন্তু গত তিনদিনে তা আবার ঊর্ধ্বমুখী।