টুইটারের পর এবার গণ ছাঁটাইয়ের পথে হাটতে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। এক সংবাদমাধ্যম সংস্থার রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহের মধ্যেই এই সংস্থা বড় সংখ্যক কর্মচারী ছাঁটাই করতে পারে।
ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটা জানায় তাদের ৮৭ হাজারেরও বেশি কর্মচারী রয়েছে। 'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহের বুধবারের মধ্যেই মোট কর্মীর একটি বড় অংশকে ছাঁটাইয়ের ঘোষণা করা হতে পারে। তবে এই রিপোর্টের প্রেক্ষিতে কোনও মন্তব্য করতে চায়নি মেটা কর্তৃপক্ষ।
অক্টোবর মাসে কোম্পানির ক্ষতির হিসেব দিয়েছিল মেটা। বলা হয়েছিল, মেটার স্টক মার্কেটে ভ্যালু অনেক কমে গিয়েছে। ফলে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে সংস্থা।
যার জেরে কর্মী নিয়োগ বন্ধ রাখা হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম-এর মতো প্ল্যাটফর্মগুলিতে। মনে করা হচ্ছে, খরচে লাগাম টানতে এবার মাস্কের মতো গণ ছাঁটাইর পথে হাঁটতে চলেছেন জুকারবার্গ।