এয়ার ইন্ডিয়ার (Air India) নতুন চেয়ারম্যান হলেন নটরাজন চন্দ্রশেখরন (Natarajan Chandrasekaran)। টাটা সনসের (Tata Sons) চেয়ারম্যান ছিলেন তিনি। এয়ার ইন্ডিয়ার বোর্ড মিটিংয়ে নতুন চেয়ারম্যান পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) কে হবেন, তা এখনও ঠিক হয়নি।
কিছুদিন আগে টাটা সনসের চেয়ারম্যান পদে দ্বিতীয়বার নিযুক্ত হয়েছিলেন চন্দ্রশেখরন। এবার এয়ার ইন্ডিয়ার দিল্লির অফিসে চেয়ারম্যান পদে দায়িত্ব সামলাবেন তিনি।
আরও পড়ুন: ইপিএফও কমছে সুদ, সাড়ে ৮ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করার প্রস্তাব
এর আগে তুরস্কের ইল্কার আইসি-কে এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ ঘোষণা করেছিল টাটা গ্রুপ। কিন্তু, ভারতে এই নিয়োগ নিয়ে প্রচুর বিরোধিতা হয়। এর জেরে টাটার এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ হতে অস্বীকার করেন ইল্কার আইসি।