ভারত পাকিস্তান (Ind Vs Pak) ম্যাচের উন্মাদনা ছিল দেখার মতো। সামনেই রয়েছে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ ভারত বনাম ইংল্যান্ড (Ind Vs Eng)। এই ম্যাচের দিকেও নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের।
সেই কারণে অনেকেই দিল্লি থেকে লখনউ উড়ানে গিয়ে বিশ্বকাপের ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখবেন ভাবছেন। তাহলে একবার খরচাও জেনে রাখুন।হিসাব কষে দেখা যাচ্ছে উড়ানের যা খরচ হবে তাতে আপনি দুবাই বা ব্যাঙ্কক ঘুরে চলে আসতে পারবেন।
লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে এই ম্যাচের। ২২ গজের যুদ্ধ দেখতে উপস্থিত থাকবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও। আর সেই কারণেই বিমানের টিকেটের দর আকাশ ছুঁয়েছে।
আরও পড়ুন - একাধিক শহরে জ্বালানির দামে পরিবর্তন, একাদশীতে কলকাতায় দর কত ?
একজনের ইকোনমি ক্লাসের বিমান ভাড়া পড়ে তিন থেকে ছয় হাজার টাকা। কিন্তু ম্যাচের কারণে সেই ভাড়া ছুঁয়েছে ৭৯০০ টাকা থেকে ১০,৪৭০ টাকা। আর যদি বিজনেস ক্লাসে যেতে চান তাহলে একটি টিকিটের দাম পড়বে ৩৩,০০০ থেকে ৭৯,০০০ টাকা।