অনলাইনে অর্ডার দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে মদ। হ্যাঁ, ঠিকই শুনছেন। কলকাতায় এবার এই সুবিধা দিচ্ছে হায়দরাবাদের একটি সংস্থা।
কলকাতার সুরাপ্রেমীদের জন্য সুখবর। অনলাইনে অর্ডার দিলে এবার সহজেই মিলবে মদের হোম ডেলিভারি, তাও আবার মাত্র ১০ মিনিটের মধ্যে। এখন অনলাইনে অর্ডার করার আধ ঘণ্টার মধ্যে আপনি বাড়িতে বসেই পেয়ে যান গরমাগরম পিজা। এবার পিজার থেকেও কম সময়ে, মাত্র ১০ মিনিটের মধ্যে বাড়িতে বসেই পেয়ে যাবেন মদ। কলকাতায় এই পরিষেবা দিচ্ছে একটি হায়দরাবাদের একটি স্টার্ট আপ সংস্থা। সংস্থাটির দাবি, দেশের মধ্যে তারাই প্রথম এমন দ্রুত বাড়িতে মদ সরবরাহের পরিষেবা দিচ্ছে।
হায়দরাবাদের ওই সংস্থার অ্য়াপের নাম ‘বুজি’(Booozie)। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে মদের অর্ডার করতে হবে গ্রাহককে। অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যেই গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে তাঁর পছন্দের মদ। সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহক মদের অর্ডার দেওয়ার পর অ্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে (Artificial Intelligence) কাজে লাগিয়ে গ্রাহকের লোকেশনের ভিত্তিতে তাঁর এলাকার কাছাকাছি মদের দোকানটি প্রথমে চিহ্নিত করবে এবং সেখান থেকেই সংস্থার ডেলিভারি ম্যান মদ কিনে গ্রাহককে তাঁর বাড়িতে পৌঁছে দেবেন। এই অ্যাপের মাধ্যমে ১৮ বছর বা তার বেশি বয়সীদেরই শুধু মদ বিক্রি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: কেকে'কে শেষ শ্রদ্ধা জানাতে এলেন হরিহরণ, শ্রেয়া ঘোষাল, অভিজিৎ,অলকা ইয়াগনিক, বিশাল ভরদ্বাজরা
উল্লেখ্য, সুরাপ্রেমীদের জন্য ই-রিটেল পদ্ধতির মাধ্যমে মদের হোম ডেলিভারি পরিষেবা চালুর ব্যাপারে বেশ কিছুদিন ধরেই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজস কর্পোরেশন (BEVCO) মদের ই-রিটেলের জন্য আগ্রহী সংস্থাগুলিকে আবেদন করতে বলেছিল।
আবগারি দফতর সূত্রে খবর, প্রচুর আবেদন জমা পড়েছিল। সেগুলির মধ্যে ছিল হায়দরাবাদের এই সংস্থাটিও। আবেদনের ভিত্তিতে সংস্থাটিকে তাদের পরিষেবা চালু করার জন্য আবগারি দফতর ছাড়পত্র দিয়েছে। এজন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।
মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এডিটরজি মদ্যপানে উৎসাহ দেয় না।