সদ্য শুরু হল একটা আস্ত নতুন বছর, কিন্তু শুরুটা সবার জন্যই আনন্দের না। বছরের প্রথমেই ১৮০০০ কর্মী ছাঁটাই-এর পথে অ্যামাজন। বিশ্বজুড়েই অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে সংস্থার খরচ কমাতেই এই সিদ্ধান্ত।
অ্যামাজনে এই মুহুর্তে কর্মী সংখ্যা ৩ লক্ষের কাছাকাছি, মোট ৬ % কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে। অতিমারীকালে প্রয়োজনের চেয়ে বেশি কর্মী নিয়োগ করেছিল অ্যামাজন, ছাঁটাই-এর অন্যতম কারণ সেটাও, মনে করছেন অনেকেই।
Winter Meme: বছরের শুরুতেই শীতের বাড়বাড়ন্ত! ‘হাড় কাঁপা ঠান্ডায় মিমের জোয়ারে ভাসছে সোশ্যাল মিডিয়া
গত বছরের নভেম্বরেই কর্মী ছাঁটাই-এর সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছিল সংস্থা, কিন্তু সেই সংখ্যাটা যে এত বিপুল, আশঙ্কা করতে পারেননি অনেকেই। সংস্থার সিইও অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, আগামী ১৮ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে ছাঁটাই প্রক্রিয়া।