প্রথমে টুইটার, তারপর মেটা, তারপর আমাজন। জল্পনা আগেই ছিল। এবার তাতে সিলমোহর দেওয়া হল সংস্থার তরফ থেকে।
এর আগেই মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর ছিল যে, অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রিটেল ডিভিশন এবং হিউম্যান রিসোর্স এই তিনটি দফতরের কর্মীদের ছাঁটাই করা হবে। এর মধ্যে অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিভাগেই বেশি ছাঁটাই হবে বলে জানা গিয়েছে। কারণ এই দফতরের কাজে মোটেই খুশি নয় সংস্থা। জানা গিয়েছে, যদি শেষ পর্যন্ত ১০ হাজার কর্মীকে আমাজন ছাঁটাই করে, তাহলে এটাই হবে এই সংস্থার সব থেকে বড় ছাঁটাই।
আমাজনের সিইও অ্যান্ডি জ্যাসি ছাঁটাই কর্মীর সংখ্যা নিশ্চিত না করলেও, প্রক্রিয়া যে শুরু হয়ে গিয়েছে, তা জানিয়ে দিয়েছেন। আগামী বছরের গোড়া পর্যন্ত জারি থাকবে এই প্রক্রিয়া, এ কথাও জানান অ্যান্ডি।
উল্লেখ্য, মেটা এবং টুইটার ছাড়াও সম্প্রতি স্ট্রাইপ ও লিফটের মতো আন্তর্জাতিক সংস্থাও বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই করেছে।