অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন এখন আরও সস্তা। গত জুন মাসে এই ই-কমার্স সংস্থা প্রাইম লাইট লঞ্চ করেছিল। যেখানে ৯৯৯ টাকায় এক বছরের জন্য অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এবার আরও সস্তা হয়ে গেল এই সাবস্ক্রিপশন ৯৯৯ নয় অফারে মাত্র ৭৯৯ টাকায় পাওয়া যাবে এই সাবস্ক্রিপশন।
একই সঙ্গে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এই মেম্বারশিপে। আগে প্রাইম লাইট থাকলে দু'দিনের মধ্যে অ্যামাজন প্রোডাক্টের ডেলিভারি পেতেন গ্রাহকরা। এখন এই সাবস্ক্রিপশন থাকলে একদিন, এমনকি যে দিন অর্ডার করা হবে ওই একই দিনে ডেলিভারি পাবেন গ্রাহকরা।
তবে, আগে এই লাইট মেম্বারশিপ নিলে দুটি ডিভাইসে প্রাইম ভিডিয়ো দেখা যেত। এখন তার বদলে শুধু একটি মাত্র ডিভাইসে দেখা যাবে। এছাড়াও অ্যামাজন মিউজিক এবং এইচডি কোয়ালিটির ভিডিয়ো দেখা যাবে। যদিও প্রাইম লাইটে সামান্য পরিবর্তন হলেও অ্যামাজন প্রাইমের মেম্বারশিপ একই রকম রয়েছে।