বিশ্বজুড়েই রীতিমতো বেহাল দশা অর্থনীতির। তার প্রভাব পড়ছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও৷ আইটি পশাদারদের বেতন কমছে ৩০ থেকে ৪০ শতাংশ।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরেই চলছে এই ট্রেন্ড। বেশ কিছু বড় টেক সংস্থা কর্মী সংকোচনের পথে হাঁটছে। যাকে বলা হচ্ছে 'ওয়ার্কফোর্স রেশনালাইজ' করা।
Vikrant Massey:বন্ধুদের নেমন্তন্ন করে প্লাস্টিকের চেয়ারে বসতে দিতেন, আজ বলিউড কাঁপাচ্ছেন সেই অভিনেতা
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে ভেঞ্চার ক্যাপিটালিস্ট নামে একটি সংস্থাকে উদ্ধৃত করা হয়েছে, যারা রিক্রুটমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত৷ বলা হয়েছে, কোভিড পরবর্তী সময়ে কম বেতন 'নিউ নর্মাল' হয়ে উঠেছে। অধিকাংশ নিয়োগই হচ্ছে বিভিন্ন স্টার্ট আপে৷ ইনফরমেশন টেকনোলজি পেশাদারদের বেতনও কমছে অনেকটাই।
সর্বশেষ ন্যাসকম রিপোর্ট বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে আইটি সেক্টরের গ্রোথ ৩.৮ শতাংশ, যা আগের বছরের ৮.১ শতাংশের চেয়ে অনেকটাই কম৷ সবমিলিয়ে সমস্যা বেশ গুরুতর।