কাজের চাপে ঠিকমতো ব্রেকফাস্ট করতে পারছেন না? কুছ পরোয়া নেহি! এবার থেকে সময় বাঁচানোর জন্য আপনি আপনার ডাইনিং টেবিলকে সঙ্গে নিয়েই বেরোতে পারবেন! মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) টুইটারে বিভিন্ন ধরনের মজার ভিডিয়ো (Viral video) ও ছবি শেয়ার করার জন্য বেশ জনপ্রিয়। তিনি সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে , একটি চলমান টেবিলকে (moving table)! ইতিমধ্যেই ভিডিয়োটি বেশ ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: অফলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল ডিভিশন বেঞ্চে
ক্লিপটিতে দেখা যাচ্ছে, একটি টেবিলে চারজন বসে খাবার খাচ্ছেন। সেই টেবিলটি চলতে চলতে একটি পেট্রোল পাম্পে পৌঁছানোর পর তাতে পেট্রোল পাম্পের এক কর্মী জ্বালানি ভরে দিচ্ছেন! এ যেন চারপায়া টেবিল নয়, চারচাকা গাড়ি! জ্বালানি ভরার পরে এক ব্যক্তি ফের টেবিলটি চালানো শুরু করলে তা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করে।
ভিডিয়ো শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) মজা করে লিখেছেন, "আমার মনে হয় একেই বলে 'ই-মোবিলিটি'! যেখানে 'ই' অর্থে 'ইট' (খাওয়া)"।