শুক্রবার রিলায়েন্স পাওয়ার(Reliance Power) এবং রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের (Reliance Infastructure) ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন অনিল আম্বানি (Anil Ambani) । স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনও সংস্থার সঙ্গে তিনি যুক্ত থাকতে পারবেন না । এমনই নির্দেশ দিয়েছে সেবি ।
রিলায়েন্স পাওয়ার জানিয়েছে, সেবির (SEBI) অন্তর্বর্তী আদেশ মেনে রিলায়েন্স পাওয়ারের বোর্ড থেকে পদত্যাগ করেছেন অনিল আম্বানি । অন্যদিকে, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার স্টক এক্সচেঞ্জকে একইকথা জানিয়েছে ।
চলতি বছর ফেব্রুয়ারিতে সেবি রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড শিল্পপতি অনিল আম্বানি এবং অন্যান্য তিন ব্যক্তিকে কোম্পানির তহবিল থেকে অর্থ তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বলে অভিযোগ ।
আরও পড়ুন Gold Price: সোনা-রুপোর দাম কমল, মুখে হাসি মধ্যবিত্তের
রিলায়েন্স গ্রুপের দুটি কোম্পানি জানিয়েছে, সাধারণ সভায় সদস্যদের অনুমোদন সাপেক্ষে শুক্রবার রাহুল সারিনকে পাঁচ বছরের জন্য অতিরিক্ত পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে ।
কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস সর্বসম্মতিক্রমে আম্বানির নেতৃত্বের উপর পূর্ণ আস্থা এবং বড় আর্থিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে কোম্পানিকে পরিচালনার জন্য এবং আসন্ন আর্থিক বছরে সম্ভাব্য ঋণমুক্ত হওয়ার জন্য তাঁর অবদানের প্রতি পূর্ণ আস্থা পোষণ করেছে । এমনই জানিয়েছে সংস্থা ।
গত এক বছরে কোম্পানিটি প্রায় ৮ লক্ষ শেয়ারহোল্ডারদের জন্য একটা মূল্য তৈরি করেছে এবং শেয়ারের দাম ৩২ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকা (৪৬৯%) পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ।
রাহুল সারিন । বয়স ৭২ বছর । ৩৫ বছরেরও বেশি সময় ধরে সরকারি পরিষেবা দিয়েছেন তিনি । ভারত সরকারের সচিব হিসাবে অবসর নিয়েছেন । বর্তমানে তিনি সারিন আফথোনিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ।