জল্পনা ছিল অনেকদিন ধরেই। এবার সময় যত এগোচ্ছে, ততই যেন সেই সম্ভাবনা প্রকট হচ্ছে। ২০২৩ সালের এক ভয়াবহ অর্থনৈতিক মন্দার সাক্ষী থাকতে পারে গোটা বিশ্ব, জানাচ্ছে গ্রেট ব্রিটেনের সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ। ২০০৮ সালের মতো এবারও এই আর্থিক মন্দার সূত্রপাত হতে চলেছে সেই আমেরিকা থেকেই। আগামী এক বছরের মধ্যেই ভয়াবহ এক আর্থিক মন্দার সাক্ষী হতে চলেছে মার্কিন মুলুক। মূল্যবৃদ্ধির সঙ্গে যুঝতে থাকা আমেরিকান অর্থনীতির এই দুঃসময়ে চাকরি হারাবেন বহু মানুষ।
২০২৩ সালের আর্থিক মন্দা নিয়ে যথেষ্টই শঙ্কিত অর্থনীতিবিদরা। তাঁদের আশঙ্কা, আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকেই ০.২ শতাংশ কমবে GDP। এখানেই না থেমে পরবর্তী ত্রৈমাসিকে তা আরও ০.১% পড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের একাংশের।
২০২২ সালে বিশ্ব অর্থনীতি প্রথমবার ১০০ ট্রিলিয়ন ডলারের ম্যাজিক ফিগার অতিক্রম করেছে। তবে, ২০২৩ সালেই যে তা বড় ধাক্কা কাবে, তা নিয়ে একপ্রকার নিশ্চিত গবেষকরা।