সরকারি চাকুরীজীবীদের জন্য পেনশন স্কিম রয়েছে। ফলে নির্দিষ্ট বয়সের পর তাঁদের আর আয়ের চিন্তা করতে হয় না। কিন্তু বেসরকারি চাকুরীজীবীদের জন্য সেরকম কোনও সুযোগ সুবিধা না থাকায় অনেকেই আক্ষেপ করেন। কিন্তু এখন আর সেই চিন্তা নেই। এবার থেকে বেসরকারি চাকুরীজীবীরাও পেনশন পাবেন।
বেসরকারি চাকুরিজীবীদের জন্য রয়েছে অটল পেনশন যোজনা। কেন্দ্রীয় সরকারের এই স্কিমে টাকা জমা করলেই ৬০ বছর বয়সের পর মিলবে পেনশন। এক্ষেত্রে আবেদনের বয়স ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত।
কীভাবে বিনিয়োগ করবেন?
প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশন পেতে গেলে ১৮ বছর বয়স থেকে মাসে ২১০ টাকা করে জমা করতে হবে। বয়স বাড়লে মাসে জমা করার টাকার অঙ্কও বাড়বে। যেমন, ২০ বছর বয়সীদের মাসে ২৪৮ টাকা। ২৫ থেকে ৩০ বছর বয়সীদের মাসে ৩৭৬ টাকা থেকে ৫৭৭ টাকা, ৩৫ বছর বয়সীদের মাসে ৯০২ টাকা।
আর ৪০ বছর বয়স হয়ে গেলে মাসে ১৪৫৪ টাকা করে ব্যাঙ্ক, পোস্ট অফিস বা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা দিতে হবে। যা আপনার ৬০ বছর বয়সে ম্যাচিওর করলেই সেভিংস অ্যাকাউন্টে জমা পড়বে।