Bank Fixed Deposit Rate : মুদ্রাস্ফীতি ( Inflation) ক্রমশ বাড়তে থাকায় সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( Reserve Bank of India) রেপো রেট বাড়িয়েছে। রেপো রেট বৃদ্ধি করার পরেই একাধিক ব্যাঙ্কিং সংস্থা ফিক্সড ডিপোজিট ( Fixed Deposit) - এ সুদের হার বৃদ্ধি করেছে।
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State Bank of India) দিন কয়েক আগে একাধিক ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার বৃদ্ধি করেছে। শুধু SBI নয়, ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার বাড়িয়েছে একাধিক বেসরকারি ব্যাঙ্কও। এই তালিকায় রয়েছে এইচডিএফসি এবং সিটি ব্যাঙ্ক।
আরও পড়ুন: ট্রাফিক সিগন্যালে মানুষকে সতর্ক করছেন করিনা কাপুর, অভিনব উদ্যোগ দিল্লি পুলিশের
স্টেটব্যাঙ্কের পাশাপাশি এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল আরও এক রাষ্ট্রায়ত্ত সংস্থা কানাড়া ব্যাঙ্ক ( Canara Bank)। কানাড়া ব্যাঙ্ক, ফিক্সড ডিপোজিট স্কিমে ৭-৪৫ দিনের জন্য ২.৯% হারে সুদ দিচ্ছে। ৪৬-৯০ দিনের জন্য সুদের হার ৪.৫%। ৯১-১৭৯ দিনের জন্য সুদের হার ৪.0৫%। ১৮০-২৬৯ দিনের জন্য সুদের হার ৪.৫%। ৩৩৩ দিনের জন্য সুদের হার ৫.১%। ২৭০ দিনের জন্য সুদের হার ৪.৫৫%। এক বছরের জন্য সুদের হার ৫.৩%। এক বছরের বেশি অথচ দুই বছরের কম সময়ের জন্য সুদের হার ৫.৪%। 2-3 বছরের কম সময়ের জন্য সুদের হার ৫.৪৫%। ৩-৫ বছরের কম সময়ের জন্য সুদের হার ৫.৭%। ৫-১০ বছরের কম সময়ের জন্য সুদের হার ৫.৭৫%। এটি সর্বোচ্চ। সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হারের ক্ষেত্রে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট প্রযোজ্য। তবে প্রতিটি ক্ষেত্রেই এই সুদের হারই অবশ্য ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য প্রযোজ্য।