ফের রাজ্য সরকারের লক্ষীলাভ। গত দুই মাসে বিয়ার (Beer) বিক্রিতে সর্বকালীন রেকর্ড বাংলার (West Bengal)। সাধারণত গরমের সময় রাজ্যে প্রতিদিন দশ লক্ষ বাক্স করে বিয়ার বিক্রি হয়। এবার প্রায় দ্বিগুণ হয়েছে সেই বিক্রি। ফলে গত দু’মাসে রাজ্যের আয় হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।
উল্লেখ্য, গত এপ্রিলে তীব্র দাবদাহে পুড়েছে বাংলা। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল সাধারণ মানুষের। ফলে অনেকেই দিনশেষে সামান্য পানবিলাসিতায় নিজেকে ডুবিয়ে রাখতে বিয়ারকেই(Beer Price Hike) বেছে নিয়েছিলেন। এই চাহিদা ক্রমশই বাড়ছিল। যারই ফলশ্রুতি, শেষ পর্যন্ত নয়া নজির তৈরি হল বিয়ার বিক্রিতে।
আরও পড়ুন- Wheat Export Ban: ক্রমাগত মূল্যবৃদ্ধিতে আশঙ্কিত ভারত, গম রফতানি আপাতত বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের
এর আগে করোনাকালে মদ বিক্রিতে নয়া রেকর্ড(Record on Beer Selling) গড়েছিল রাজ্য। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ আর্থিক বছরকে ছাপিয়ে গিয়েছিল করোনাকালে ১৮ মাসের মদ বিক্রির থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ। ২০২১ সালে সব থেকে বেশি মদ বিক্রি করেছিল আবগারি দফতর। তার মধ্যে দেশি মদ(Indian Liquor) বিক্রি করে আয়ের পরিমাণ বিপুল। এবার রেকর্ড গড়ল বিয়ারের বিক্রি।