চাকুরীরত বা ব্যবসায়ী, সকলেরই লক্ষ্য থাকে বিনিয়োগের মাধ্যমে কিছু লাভ করা। সেই কারণে সঠিক সময়ে সঠিক খাতে বিনিয়োগ করা জরুরি। আর তা না হলে লভ্যাংশ পাওয়া তো দূরের বিষয় বিনিয়োগের টাকাও ঠিকমতো পাওয়া যায়না।
বিনিয়োগ বিশেষজ্ঞরা জানান, উপার্জনের ২৫ শতাংশ অর্থ সঠিক খাতে বিনিয়োগ করা দরকার। তাহলে কোনও জরুরি প্রয়োজনে সেই জমানো বা সঞ্চিত অর্থ থেকে অনেকটাই সাহায্য মিলতে পারে। কিন্তু কোন খাতে বিনিয়োগ করবেন?
ভারতে সরকারি এবং বেসরকারি খাতে বিনিয়োগ করা যেতে পারে। কিন্তু প্রতিটি খাতেই যে ভালো লভ্যাংশ পাওয়া যাবে এমনটা সঠিক নয়। কারণ ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে খুব একটা রিটার্ন পাওয়া সম্ভব হয় না। সেই কারণে ট্রেডিং বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। যদিও সেখানে রয়েছে ঝুঁকি। তাহলে উপায় কী? জানুন বিনিয়োগের সেরা ৩টি জায়গা। সেখানে বিনিয়োগ করা টাকা যেমন সুরক্ষিত থাকবে তেমনই মোটা টাকা লাভ পাওয়া সম্ভব।
সরকারি বন্ড-
ব্যক্তিগতভাবে সরকারি বন্ড কিনতে পারেন বিনিয়োগকারীরা। এর মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের পছন্দমতো বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারবেন। তবে সবসময় যে এই বন্ডের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন এমনটা নয়। সরকার নির্দিষ্ট সময় অন্তর অন্তর বন্ড ছাড়ে। অনলাইন বা অফলাইনের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন ইচ্ছুকরা।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড-
ঝুঁকিবিহীন একটি বিনিয়োগ। প্রতিটি সরকারি এবং বেসরকারি সংস্থার কর্মীদের EPF করা থাকে। যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেন প্রতিটি কর্মী এবং প্রতিটি সংস্থা। সেই টাকা জমা থাকে প্রভিডেন্ট ফান্ড অ্য়াকাউন্টে। এবং নির্দিষ্ট সময় পর সুদ সহ ওই টাকা ফেরত পাওয়া সম্ভব। এমনকি বছরের বিভিন্ন সময় ওই টাকা তুলতেও পারবেন চাকুরীজীবীরা।
সুভেরিন গোল্ড বন্ড-
যাঁরা সোনায় বিনিয়োগ করতে চান তাঁদের জন্য SBG একটি ভালো উপায়। অর্থ বছরের প্রতিটি কোয়ার্টারে গোল্ড বন্ড ছাড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অনলাইন, পোস্ট অফিস বা ব্যাঙ্কের মাধ্যমে গোল্ড বন্ড কিনতে পারবেন। ২.৫ শতাংশ হারে সুদ পাবেন বিনিয়োগকারীরা। এবং আট বছর পর তৎকালীন সময়ে সোনার দাম অনুযায়ী গোল্ড বন্ড বিক্রি করতে পারবেন। সর্বাধিক ৪ কেজি পর্যন্ত সোনা কিনতে পারবেন বিনিয়োগকারীরা।