রেলের পর এবার বনধের সমর্থনে পাতাল রেলও রোখার চেষ্টা। বুধবার সকালে এই চেষ্টা হয়েছে শ্যামবাজার এবং এসপ্ল্যানেড স্টেশনে। এদিন ভূপেন বোস অ্যাভিনিউয়ের দিকে শ্যামবাজার মেট্রো স্টেশনের সাটার নামানোর চেষ্টা করেন বিজেপি সমর্থকরা। তাঁদের বাঁধা দেয় পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এসপ্ল্যানেড মেট্রোর স্টেশনের সামনে বিক্ষোভ দেখান পদ্ম সমর্থকরা।
এদিন সকালে বনধ সফল করতে রাস্তায় নামেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সরকার ও বেসরকারি বাস চালকদের কাছে তিনি বনধ সমর্থন করতে অনুরোধ করেন। যদিও তাঁর অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়। প্রতিবাদে ভবানীপুরের রাস্তায় বসে পড়েন তিনি। তাঁর মতোই জেলাতে পথে নেমে বনধ সমর্থনে অবস্থান করেন বিজেপির একাধিক বিধায়ক। রেল অবরোধ করেন সাংসদ জগন্নাথ সরকারও।
এই পরিস্থিতিতে আসানসোলের জামুরিয়া বনধের বিরোধিতা করতে গেলে তৃণমূল-বিজেপির সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। সকাল থেকেই হাওড়া, দুই ২৪ পরগনা-সহ একাধিক জায়গা থেকে বহু বনধ সমর্থককে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে একাধিক নেতা ও নেত্রীকেও।