বছরের প্রথম ১০০ দিনেই একাধিক রেকর্ড সেনসেক্সের। বিশ্বেরে তাবড় তাবড় দেশ আর্থিক মন্দার কারণে ধুঁকছে। এই সময় ভারতীয় অর্থনীতির এই সাফল্য নিঃসন্দেহে বড় বিষয়। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ৭৫০০০ পয়েন্ট অতিক্রম করে গিয়েছে। নিফটি ২২,৭৫০ পয়েন্ট পেরিয়েছে।
ভারতীয় শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীরা লগ্নি করছেন। বাজার বিশেষজ্ঞদের মতে, এর ফলেই ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় শেয়ার বাজারে। গত অর্থবর্ষে স্টক মার্কেটে ২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছিল। এই অর্থবর্ষে বিনিয়োগকারীরা ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করে ফেলেছেন বলে জানা গিয়েছে। এরই প্রভাব দেখা গিয়েছে শেয়ার বাজারে।
গত ১০০ দিনে সেনসেক্স ৩.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সেনসেক্স সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। বুধবার প্রথম বার একদিনে সাড়ে ৩০০-এর বেশি পয়েন্ট বেড়েছে।