‘পিএম গতিশক্তি মাস্টার’ (PM Gati Shakti Master Plan) প্ল্যানের লক্ষ্য উন্নয়ন । সাতটি ইঞ্জিনের উপর ভর করে এগোবে 'পিএম গতিশক্তি' । মঙ্গলবার বাজেট (Budget 2022) পেশ করার সময় জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ।
সড়ক, জলপথ, বিমা, রেলপথ, কর্মসংস্থান-সহ মোট সাতটি পরিকাঠামো খাতে উন্নয়নই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য । অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান’ দেশে বিনিয়োগ টানতে সাহায্য করবে । যা আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে ।
এদিন নির্মলা জানান, আগামী আর্থিক বছরের মধ্যে জাতীয় সড়ক বিস্তৃত হবে ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত । ‘পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান’-এ যুবক-যুবতীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে । এছাড়া, ঘনবসতিপূর্ণ শহর এলাকার মধ্যে যোগাযোগ বাড়ানোর কাজ হবে এই প্রকল্পের আওতায় । যাত্রীদের উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য ৪০০ নতুন প্রযুক্তির ‘বন্দে ভারত’ ট্রেন আনা হচ্ছে । তাছাড়া রেলে পিপিই মডেলে জোর দেওয়া হচ্ছে ।
প্রসঙ্গত, ৭৫তম স্বাধীনতা দিবসে ১০০ লক্ষ কোটি টাকার পিএম গতি শক্তি মাস্টার প্ল্যানের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।