গত কয়েকবছরে ভারতের শিক্ষাব্যবস্থা বেশ কিছু নজিরবিহীন পরিবর্তনের সাক্ষী থেকেছে। তবে, বিশেষজ্ঞদের মতে, আসন্ন বাজেটে শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্র-র মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব কমানোর প্রয়োজন। এই সেতুবন্ধনের কাজটি করার জন্য একটি সুপরিকল্পিত পন্থা অবলম্বনেরও প্রয়োজন। সেটা সম্ভব হবে, বাজেটে শিক্ষাক্ষেত্রে কত বরাদ্দ রাখা হচ্ছে, তার উপর ভিত্তি করেই। শিক্ষাক্ষেত্রের বিশেষজ্ঞদের মতে, দেশের মোট জিডিপি'র অন্তত ৬ শতাংশ বরাদ্দ করা হোক শিক্ষায়।
শুধু তাই নয়। শিক্ষকদের প্রশিক্ষণের জন্যও বাজেটে যথাযথ অর্থ বরাদ্দের আশাও করছেন বিশেষজ্ঞরা। নিষ্ঠা, সমগ্র শিক্ষা, স্বয়ং-এর মতো বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতেও বরাদ্দের বৃদ্ধি চাইছেন তাঁরা।
এছাড়া, শিক্ষাক্ষেত্রের জন্য আরও একটি চাহিদা রয়েছে। যে এড-টেক প্ল্যাটফর্মগুলি রয়েছে, তাদের ওপর জিএসটির পরিমাণ কমানো। কারণ, দেশের এই এড-টেক প্ল্যাটফর্মগুলিকেই ভবিষ্যতের শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।