রাত পোহালেই কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশ। নানা খাতের বরাদ্দের মধ্যেই অতিমারী আবহে দেশের মানুষ উন্মুখ হয়ে রয়েছেন স্বাস্থ্য খাতে বরাদ্দের ঘোষণা শুনতে।
২০২১-২২ অর্থবর্ষের বাজেট ছিল করোনা পর্বের প্রথম বাজেট। তাতে স্বাস্থ্যখাতে ঘোষণা এবং পরবর্তী কালে বাস্তবায়নের মাঝে ফারাক নিয়ে অসন্তোষ রয়েছে দেশের নাগরিকদের বড় অংশের মধ্যে। এই বাজেটে মানুষের প্রত্যাশা স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে এতে জিডিপি-র অন্তত ৩ শতাংশ বরাদ্দ হবে।
সকলে যাতে স্বাস্থ্য পরিষেবা পান, সে দিকেও নজর দেওয়া জরুরি, মনে করছেন চিকিৎসাক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকা সকলেই। স্বাস্থ্য বিমা ও বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যে খরচের জন্য আরও বেশি আয়কর ছাড় দেওয়ারও দাবি উঠেছে স্বাস্থ্য ক্ষেত্র থেকে। দ্বিতীয় ও তৃতীয় সারির শহরগুলিতে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র, ভেন্টিলেটর, আইসিইউ, অক্সিজেন প্ল্যান্ট, জরুরি পরিষেবা কেন্দ্রকে তৈরি করতে হবে। বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রের দাবি, স্বাস্থ্যকে অগ্রাধিকারের তালিকায় রেখে বেসরকারি ক্ষেত্রের জন্য সস্তায় ঋণ, যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়, জিএসটি ছাড়ের সুবিধা দেওয়া হোক।