সামনে শুধু এলন মাস্ক। বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি ভারতের গৌতম আদানি। ফোর্বসের তালিকায় আমাজন কর্তা জেফস বেজোসকে টপকে গিয়েছেন তিনি। আদানির সম্পদ বেড়েছে ৫.২ বিলিয়ন ডলার। তাঁর মোট সম্পদ ১৫৫.৫ বিলিয়নে পৌঁছেছে। এখন তিনি টেসলার মালিক ইলন মাস্কের পিছনে রয়েছেন, যার মোট সম্পদ ২৭৩.৫ বিলিয়ন ডলার।
ভারতের ধনীদের তালিকায় সেরার সেরা হয়েছেন আগেই। কদিন আগেই বিশ্বের ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থানে নাম ওঠে গৌতম আদানির। এই প্রথম কোনও এশিয়ার ব্যক্তি বিশ্বের ধনীদের তৃতীয় নম্বরে ওঠে । কিছুদিন আগে এই তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানিকে দেওয়া হয়েছে এই শিরোপা।
এর আগে ফ্রান্সের বার্নার্ড আর্নল্টকে টপকে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন আদানি। ৬০ বছরের এই ধনকুবের তার কয়লা থেকে বন্দর ব্যবসাকে বাড়িয়েই চলেছেন। এখানেই শেষ নয়, ডেটা সেন্টার থেকে সিমেন্ট, মিডিয়া ও অ্যালুমিনাম পর্যন্ত সবেতেই ব্যবসায়িক পারদর্শিতা দেখিয়েছেন আাদনি। এখন ভারতের বৃহত্তম বেসরকারি-ক্ষেত্রের বন্দর, বিমানবন্দর অপারেটর, সিটি-গ্যাস ডিস্ট্রিবিউটর ও কয়লা খনির মালিক আাদানি গোষ্ঠী।