বিশৃঙ্খলা এড়াতে সরস্বতী পুজোয় টেন্ডার ডেকেছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। এই ইস্যুতে ক্ষুব্ধ এসএফআই (SFI)। একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএফআইয়ের তরফে জানানো হয়েছে, বিগত কয়েক বছর সরস্বতী পুজোয় (Saraswati Puja 2023) তৃণমূল ছাত্র পরিষদ ক্যাম্পাসের সংস্কৃতি ও শৃঙ্খলা নষ্ট করেছে। যা নিয়ে বহুবার বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বছর যাতে বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও রকম বিশৃঙ্খলা না হয় সেই ব্যপারে নজর থাকবে বাম ছাত্র সংগঠনের। প্রয়োজনে সরস্বতী পুজোর সময় তাঁরা ক্যাম্পাস পাহারা দেবেন।
এই বিষয়ে এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে আর ছাত্রনেতাদের বিশ্বাস করতে পারছে না, সেই কারণেই সরস্বতী পুজোর আলপনা দিতেও টেন্ডার ডাকতে হচ্ছে।
আরও পড়ুন- রাজ্যবাসীর জন্য সুখবর, 'সুফল বাংলা'-এর আরও ১৫০টি স্টলের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করেন পড়ুয়ারাই। কিন্তু ইতিহাসে এই প্রথমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোতে টেন্ডার ডাকা হয়েছে। আলপনা দেওয়া, ভোগ তৈরি, ফল তৈরি, প্যান্ডেল করার জন্য টেন্ডারের নোটিশ দেওয়া হয়েছে। যা একটি নজিরবিহীন ঘটনা।