ভারতে অনেক ক্ষেত্রেই (Right to repair) ক্রেতা পুরনো টিভি, ফ্রিজ, ফোন ইত্যাদি মেরামত করতে গিয়ে সমস্যায় পড়েন। যে সংস্থার সামগ্রী সেই সংস্থায় যোগাযোগ করলে শুনতে হয় প্রয়োজনীয় পার্টস তৈরি বন্ধ হয়ে গিয়েছে। ফলে ক্রেতা বাধ্য হয়ে নতুন সামগ্রী কেনেন। এই সমস্যা দূর করতে নতুন আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।
নতুন আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার নিশ্চিত করতে চাইছে যে, ক্রেতা যেন তাঁর পুরনো সামগ্রী মেরামত করতে সমস্যায় না পড়েন। এই আইনের আওতায় সংস্থাগুলি বাধ্য থাকবে ক্রেতার পুরনো মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ সহ বিভিন্ন বৈদ্যুতিন ও বৈদ্যুতিক পণ্য, গাড়ি, চাষবাসের প্রয়োজনীয় যন্ত্রপাতি মেরামত করে দিতে। অর্থাৎ এই আইনের ফলে পুরনো সামগ্রী সংশ্লিষ্টা সংস্থার দ্বারা মেরামত করানো ক্রেতার অধিকারের মধ্যে পড়বে। আইনি ভাষায় একে বলা হয় ‘রাইট টু রিপেয়ার’। আমেরিকা, ব্রিটেনে দীর্ঘদিন ধরে এই আইনি ব্যবস্থা চালু রয়েছে। সেই আইনে বলা রয়েছে, মেরামতির জন্য যন্ত্রাংশ সরবরাহ করা পণ্য প্রস্তুতকারী সংস্থারই দায়িত্ব।
ভারতেও একই ব্যবস্থা চালু করতে উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত সচিব নিধি খারের অধীনে একটি কমিটি তৈরি হয়েছে। কমিটিতে আমলাদের সঙ্গে রয়েছেন আইনি বিশেষজ্ঞরাও।
সরকারি সূত্রের বক্তব্য, চিনা সংস্থাগুলিকে নিয়ে সমস্যা বেশি। তাদের পণ্য বেশি দিন টেকে না বলে অভিযোগ। সেগুলি মেরামত করার জন্যও প্রয়োজনীয় যন্ত্রাংশ মেলে না। তাই নতুন আইন চালু হলে চিনা সংস্থাগুলি ভারতে প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি বা সরবরাহ করা এবং সামগ্রীগুলির মেরামতিতে বাধ্য থাকবে, ফলে কর্মসংস্থান যেন তৈরি হবে, তেমনি একই পণ্য সারাই করে বেশি দিন ব্যবহার করা হলে ‘ই-ওয়েস্ট’ বা বৈদ্যুতিন আবর্জনাও কমবে।