বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পান৷ তবে জানুয়ারি ২০২২ থেকে আরও ৩ শতাংশ ডিএ-র সুবিধা পাবেন মোদী সরকারের কর্মীরা৷ এই খবরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে এখন খুশির হাওয়া।
আরও পড়ুন- Epfo : ইপিএফও কমছে সুদ, সাড়ে ৮ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করার প্রস্তাব
জানা গেছে, সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) প্রস্তাব অনুযায়ী বেসিক স্যালারির উপরেই নির্ধারিত হয় মহার্ঘ ভাতা(DA)৷ আশা করা যায়, মার্চের শেষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে মোদী সরকার(Modi Govt.)৷ অর্থাৎ নতুন অর্থবর্ষের আগেই এই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে৷