প্যান-আধার লিঙ্কের মধ্যেই সুখবর। আধারের (Aadhaar Card) সঙ্গে ভোটার কার্ড (Voter ID Card) লিঙ্কের সময় বাড়িয়েছে কেন্দ্র। আগামী বছরের ৩১ মার্চ অবধি এই লিঙ্ক করানো যাবে বলে জানানো হয়েছে। গত বছর কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ২০২৩ সালের ১ এপ্রিলের মধ্যে আধার-প্য়ান সংযুক্তিকরণের কাজ শেষ করতে হবে। এবার সেই সময়সীমা আরও বাড়ানো হল।
ভোটার-আধার সংযুক্তিকরণের পদ্ধতি
ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টালের হোমপেজে গিয়ে 'Search in Electoral Roll' অপশনে ক্লিক করতে হবে। এরপর ব্যক্তিগত বিবরণ এবং আধার নম্বর দিতে হবে। আধার নম্বর দেওয়ার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওটিপি মারফত যাচাইকরণের পর আধার ও ভোটার কার্ড সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।