পঞ্চায়েত ভোটের আগে বুধবার রাজ্যের গুরুত্বপূর্ণ বাজেট। এদিন দুপুরেই বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। ইতিমধ্যেই বাজেট খসড়ায় চোখ বুলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বাজেট নিয়ে অর্থমন্ত্রীকে পরামর্শও দিয়েছেন রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যের কোনও প্রকল্প বন্ধ হবে না, চন্দ্রিমার 'অর্থপরীক্ষা'-এর আগেই সেই ইঙ্গিত মিলেছে। গ্রামের ভোটকে মাথায় রেখেই যে বাজেট হচ্ছে, তা একপ্রকার নিশ্চিত অর্থনীতিবিদদের একাংশ।
বুধবার বাজেট শেষে মুখ্যমন্ত্রী যাবেন পশ্চিম মেদিনীপুর সফরে। শুধু তাই নয়, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুপুর ১২টায় দেশপ্রিয় পার্কে রয়েছে বড় কর্মসূচি। ওই কর্মসূচি সেরে ওইদিনই মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) যাবেন শিলিগুড়ি(Siliguri)। পরদিনই তাঁর মেঘালয়(Meghalaya Assembly Election 2023) সফর। সেখানে জনসভা সেরে রাতেই ফিরবেন কলকাতা।
আরও পড়ুন- DA Hunger Strike: প্রাপ্য ডিএ-এর দাবিতে অনশন, অসুস্থ ২ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী