মাসের শুরুতেই ধাক্কা । দাম বাড়ল রান্নার গ্যাসের । পরপর তিন মাস দাম কমলেও জুলাই মাস পড়তেই ফের চড়া হল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম । ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, সিলিন্ডার পিছু ৭ টাকা করে দাম বাড়ানো হয়েছে । এবার থেকে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৮২.৫০ টাকা। তবে, বাড়িতে এলপিজি ব্যবহৃত ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৭৭৩ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৮০ টাকা । কলকাতায় আগে দাম ছিল ১৮৭৫.৫০ টাকা । সেক্ষেত্রে জুলাই মাস থেকে ৭টাকা করে বাড়ল দাম ।
উল্লেখ্য, মার্চ মাসে শেষ দাম বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের । আবার এপ্রিল, মে ও জুন মাসে এই সিলিন্ডারের দাম কমেছিল । ১লা জুন তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজির দাম ৮৩ টাকা কমিয়েছিল ।