মঙ্গলবার জোড়া সুখবর । সকাল সকাল প্রথমে জ্বালানির দামে স্বস্তি পেয়েছিল দেশবাসী । এবার রান্নার গ্যাসের দাম কমতেই মুখের হাসি আরও চওড়া হল । ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল অনেকটা । মঙ্গলবার সিলিন্ডার প্রতি দাম কমেছে ১১৫.৫০ টাকা করে ।
উল্লেখ্য, কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৯৫৯ টাকা । নতুন দাম অনুযায়ী, এখন ক্রেতাদের সিলিন্ডারের জন্য ১৮৪৬ টাকা দিতে হবে । সেখানে দিল্লি ও মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ১,৭৪৪ টাকা ও ১,৬৯৬ টাকা । চেন্নাইয়ে দাম হল ১৮৯৩ টাকা । আগে সেই দাম ছিল দুই হাজারের উপরে ।
উল্লেখ্য, অক্টোবরের প্রথম দিনই বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল । এক মাসের মাথায় আবার দাম কমল গ্যাসের । গত ছয়মাসে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের মোট দাম কমেছে ৬১০ টাকা । কিন্তু, বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ডোমেস্টিক গ্যাসের দামে কোনও হেরফের হয়নি । বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাস কিনতে হয় ১,০৭৯ টাকা দিয়ে । সেক্ষেত্রে বাণিজ্যিক গ্যাসের দাম কমায় কোনও সুরাহা হল না গৃহস্থদের ।