রাজ্যে আবাসন শিল্পে নজরদারি চালাতে রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি (RERA) আইনের বিজ্ঞপ্তি জারি হয়েছে এক বছর আগে। কিন্তু নজরদারি চালানোর জন্য কোনও অথরিটি এখনও নিয়োগ করা হয়নি।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আবাসন ক্রেতাদের সংগঠন ফোরাম ফর পিপলস কালেকটিভ এফর্ট (FPCE)। তাদের বক্তব্য, কোনও আবাসন সংস্থা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে কী ব্যবস্থা নিতে হবে সে ব্যাপারে ক্রেতারা অন্ধকারে।
Windows update:হ্যাকারদের হাত থেকে বাঁচতে শীঘ্রই উইনডোজে এই আপডেট ইনস্টল করুন
২০১৬ সালে সংসদে রেরা বিল পাশ হওয়ার পরের বছর তা সারা দেশে কার্যকর হয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পৃথক ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইন্ডাস্ট্রি রেগুলেটরি অ্যাক্ট (ডব্লিউবি-হিরা) চালু করে। কিন্তু এফপিসিই-র আবেদনের ভিত্তিতে ২০২১ সালের মে মাসে সুপ্রিম কোর্টে সেই আইনকে অসাংবিধানিক বলে খারিজ করে। এরপর ‘রেরা’ চালুর প্রক্রিয়া শুরু করে রাজ্য। গত বছরের জুলাই এবং অগস্টে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। একই সঙ্গে জারি হয় সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং আপিল ট্রাইবুনাল গঠনের বিজ্ঞপ্তিও। কিন্তু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং ট্রাইবুনালের চেয়ারম্যান পদে এখনও নিয়োগ হয়নি। ফাঁকা রয়েছে সমস্ত সদস্যপদও। এমনকি, কর্তৃপক্ষের ওয়েবসাইটও তৈরি হয়নি বলে অভিযোগ।
আবাসন ক্রেতাদের সংগঠনের অভিযোগ, এই পরিস্থিতিতে ক্রেতারা পুরোপুরি অন্ধকারে। ক্রেতারা বুঝতে পারছেন না, আবাসন সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ জানাতে গেলে বা এই সংক্রান্ত কোনও সমস্যায় পড়লে তাঁরা কার কাছে যাবেন।