Family Pension: কন্যারাও এবার থেকে পেনশনের আওতায় থাকবেন, বড় খবর দিল কেন্দ্র

Updated : Nov 05, 2024 15:24
|
Editorji News Desk

পেনশন থেকে বঞ্চিত নয় কন্যারাও। কেন্দ্রীয় সরকারের পেনশন এবং পেনশন ওয়েলফেয়ার দফতরের তরফে এই বিষয়ে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রতিটি মন্ত্রক এবং দফতরকে এই সংক্রান্ত নোটিফিকেশনও পাঠিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, কোনও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর পেনশন তালিকায় পরিবারের সদস্যদের মধ্যে ওই কর্মীর কন্যার নাম নথিভুক্ত থাকলে সেই নাম বাদ দেওয়া যাবে না।  

এতদিন পর্যন্ত বিবাহিত কন্যারা বাবা ও মায়ের অবসরকালীন পেনশনের দাবিদার থাকতে পারতেন না। শুধুমাত্র পুত্র এবং অবিবাহিত কন্যারা এতদিন দাবিদার হতে পারবেন। কিন্তু এবার থেকে কেন্দ্রের নতুন নিয়মে বিবাহিত কন্যারাও পেনশনের দাবি করতে পারবেন। 

কেন্দ্রীয় সরকারের তরফে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে, কোনও সরকারি কর্মচারীর কন্যাকেও ওই পরিবারের সদস্য হিসেবে গণ্য করা হবে। এবং সেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর কন্যাও পেনশনের দাবিদার থাকবেন।

কেন্দ্রীয় সিভিল সার্ভিস (পেনশন) রুল ২০২১ অনুযায়ী, অবিবাহিত, বিবাহিত এবং বিধবা কন্যারা তাঁর বাবা বা মায়ের অবসরকালীন পেনশনের আওতায় আসবেন। এছাড়াও দত্তক কন্যারাও এর আওতায় আসবেন। অবসরকালীন পেনশনের জন্য যে ফর্ম ৪ ভর্তি করতে হয় ওই ফর্ম থেকে কারও নাম বাদ দেওয়া যাবে না। 

নতুন পেনশন গাইডলাইনস-    
মূলত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মৃত্যুর পর তাঁর সন্তানদের সুষ্ঠু জীবনদারণের জন্যই পেনশন চালু করা হয়েছে। যার কারণে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মৃত্যুর পরও পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। 

পেনশন অর্ডারে জানানো হয়েছে, অবসরকালীন কোনও সরকারি কর্মীর মৃত্যুর পর তাঁর স্ত্রী পেনশন পাবেন। কিন্তু স্ত্রীর-ও মৃত্যু হলে  কোনও উত্তরাধিকার বিধবা কেউ থাকলে তিনি পেনশন পাবেন।

অবসরপ্রাপ্ত কোনও সরকারি কর্মীর বিশেষ ক্ষমতাসম্পন্ন কোনও সন্তান থাকলে ওই কর্মীর মৃত্যুর পর যিনি ওই সন্তানের দায়িত্ব যার উপর থাকবে তিনিই পেনশন পাবেন। 

কন্যা সন্তানরা যদি পেনশন পাওয়ার উপযুক্ত হন তাহলে পেনশনের টাকা সরাসরি সন্তানের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে পৌঁছবে। 

লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের তরফেও পেনশনে বড়সড় পরিবর্তন আনা হয়েছিল। এবার থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত অর্থাৎ গভর্নমেন্ট এইডেড কলেজ শিক্ষক, শিক্ষাকর্মীরা মারা গেলে তাঁর পারিবারিক পেনশনের সুযোগ সুবিধা পাবেন ২৫ ঊর্ধ্ব অবিবাহিত ও বিধবা কন্যা সন্তানরা। এমনকি বিবাহবিচ্ছেদ কন্যা সন্তানরাও সেই সুবিধা পাওয়ার যোগ্য। 

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেইসময় জানিয়েছিলেন, কন্যাদের পেনশনের সুবিধা পাওয়ার জন্য একাধিক আবেদন জমা পড়েছিল। সেই মতো লোকসভা ভোটের আগেই চালু করা হবে পেনশনের সুবিধা।

Pension

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল

editorji | ব্যবসা-বাণিজ্য

Personal Loan : পার্সোনাল লোন সংক্রান্ত ৬'টি মিথ, লোন নেওয়ার আগে যা জেনে নিলে সুবিধা হবে আপনারই