হুইল চেয়ার না পেয়ে মৃত্যু হয় ৮০ বছরের এক বৃদ্ধের। ওই ঘটনার তদন্তে এয়ার ইন্ডিয়ার গাফিলতির বিষয় সামনে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বিমান পরিবহন সংস্থাকে ৩০ লাখ টাকা জরিমানা করল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্য়াভিয়েশন।
কী ঘটেছিল?
১২ ফেব্রুয়ারি নিউইয়র্ক থেকে মুম্বই পৌঁছন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। অভিযোগ, সেইসময় হুইল চেয়ার না পেয়ে প্রায় দেড় কিলোমিটার তাঁকে হাঁটতে হয়েছিল। তারপরেই অসুস্থ হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের।
এই ঘটনার পরেই ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্য়াভিয়েশন তদন্ত শুরু করে। এয়ার ইন্ডিয়াকে শো-কজ করা হয়। সেই জবাবে সন্তুষ্ট না হয়ে এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করে DSGA।