রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine war) শুরু হওয়ার পর থেকেই চলছিল জল্পনা। বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম (Crude oil price) এক লাফে বেড়ে গিয়েছে ৪০ শতাংশ। এবার তার সরাসরি প্রভাব পড়ল শিল্পমহলে। ভারতের শিল্পক্ষেত্রে বৃদ্ধি পেল ডিজেলের (Diesel price hike) দাম। এক লিটারে বাড়ল ২৫ টাকা। যদিও, পেট্রোল পাম্পগুলিতে ডিজেলের দামের কোনও পরিবর্তন হচ্ছে না। এর ফলে চাপ বাড়ল তেল সংস্থাগুলির ওপর।
আরও পড়ুন: কতটা শক্তিশালী শ্রেয়সের কলকাতা, কী হবে কেকেআরের সম্ভাব্য একাদশ, বিস্তারিত জেনে নিন
প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর থেকে ভারতে পেট্রোল আর ডিজেলের দাম (Diesel price) অপরিবর্তিত রয়েছে। ফলে তেলবিপণন সংস্থাগুলির ওপর ব্যাপক চাপ পড়েছে। এর প্রথম ধাপ হিসেবেই পাইকারি হারে ডিজেলের ক্রেতাদের জন্য লিটারে ২৫ টাকা দাম বাড়ানো হল।
অন্যদিকে, বিভিন্ন পেট্রোল পাম্পেও তেলের বিক্রি এক ঝটকায় বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। পেট্রোল পাম্প থেকে খুচরো দরে সস্তায় তেল পাওয়ার কারণেই এই বৃদ্ধি (Diesel price hike) বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে, এর ফলে তেলের ডিলারদের লোকসান আরও বাড়তে পারে বলে আশঙ্কা।