বিশ্বজুড়ে আর্থিক মন্দার রেশ শুরু হয়েছে গত কয়েকমাস। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আইটি সেক্টরও। মেটা, টুইটার, আমাজনের পর এবার কর্মীছাঁটাই শুরু করল ডাঞ্জো, শেয়ারচ্যাট এবং রেবেল ফুডসের মতো সংস্থাও। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্সের ডাঞ্জো সংস্থাটি ৩ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। ২০২২ আর্থিক বর্ষে ৪৬৪ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে ডাঞ্জো।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাটের ক্ষেত্রে সংখ্যাটা অনেকটাই বেশি। সংস্থার ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়। ৪০০-র'ও বেশি সংখ্যাক কর্মীছাঁটাই করেছে শেয়ারচ্যাট। ছাঁটাই হওয়া কর্মচারীদের জন্য বিশেষ প্যাকেজও ঘোষণা করেছে এই সংস্থা।
সেই প্যাকেজের মধ্যে রয়েছে নোটিস পিরিয়ডের জন্য মোট বেতন। কোম্পানিতে পরিবেশিত প্রতি বছরের জন্য কাজের জন্য দুই সপ্তাহের বেতন। ডিসেম্বর ২০২২ পর্যন্ত সম্পূর্ণ পরিবর্তনশীল বেতন এবং স্বাস্থ্য বীমা কভারও সেই প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে। এই প্যাকেজটি জুন ২০২৩ পর্যন্ত সক্রিয়।
ছাঁটাই হওয়ার কর্মীদের ৩০ এপ্রিল, ২০২৩ পর্যন্ত সংস্থার ল্যাপটপ, কর্মচারী স্টক অপশন প্ল্যান সহ তাঁদের কিছু কাজের সম্পদ রাখার অনুমতি দেওয়া হবে এবং ৪৫ দিন পর্যন্ত অব্যবহৃত ছুটির হিসেবনিকেশ করে তা বর্তমান বেতন অনুযায়ী নগদ করা হবে।