সম্প্রতি ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে টুইটার। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই মতবদল। ছাঁটাই করা কিছু কর্মীকে আবার ফিরে আসতে অনুরোধ জানিয়ে ইমেল পাঠিয়েছে ইলন মাস্কের সংস্থা।
গত সপ্তাহে শুক্রবার কর্মীদের গণছাঁটাই করা হয়। প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে অগ্রিম বেতন দিয়ে রাতারাতি ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন মাস্ক। এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনাও চলছিল বিভিন্ন মহলে। কিন্তু কিছুতেই কর্ণপাত না করেই মেল মারফত গণছাঁটাই করা হয়েছিল।
সপ্তাহ ঘুরতে না ঘুরতেই মদবদল করলেন টুইটারের সিইও। বিতাড়িত কর্মীদের মেল মারফত জানানো হয়, ভুলবশত তাঁদের ছাঁটাই করা হয়েছে। তাঁদেরকে ফের ফিরে আসতে বলা হচ্ছে। কারণ তাঁদের মধ্যে কয়েক জনের কর্মদক্ষতা যাচাই না করেই বাদ দেওয়া হয়েছিল।
গত শুক্রবার কর্মী ছাঁটাইয়ের বিজ্ঞপ্তিতে টুইটার জানিয়েছিল, আগামী দিনের সাফল্য ও ভাল পরিবেশ তৈরি করতে বিশ্বজুড়ে এই কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই এই মাইক্রোব্লগিং সাইট থেকে চাকরি হারাবেন অনেকেই। এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক হলেও অত্যন্ত জরুরী।