আরও কড়া নিয়ম জারি এলন মাস্কের (Elon Musk) টুইটারে। এবার ছদ্মবেশী অ্যাকাউন্টগুলির উপর কোপ পড়বে। যদি কোনও টুইটার হ্যান্ডেলের নাম ভুয়ো হয়, তা হলে সেই অ্যাকাউন্টগুলি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। রবিবার টুইট করে এমনই জানিয়েছেন এলন মাস্ক।
শুধু তাই নয়। রবিবার এলন মাস্ক টুইট করে জানিয়েছেন, যদি কোনও টুইটার ব্যবহারকারী নাম পরিবর্তন করেন, তা হলে কোপ পড়বে ব্লু টিক ভেরিফিকেশনে। কিছুদিনের জন্য থাকবে না ভেরিফিকেশন। এর আগে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট এনেছিল টুইটার। মাসে ৮ ডলার খরচ করলেই টুইটারে পাওয়া যাবে ব্লু টিক ভেরিফিকেশন। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ও গ্রেট ব্রিটেনে এই সুবিধা পাওয়া যাবে। এবার ভেরিফিকেশন নিয়ে নয়া শর্ত টুইটারের।
আরও পড়ুন: চোখের নিমেষে আগুনের গ্রাসে ৩৫ তলা বিল্ডিং, আতঙ্কিত দুবাইয়ের বাসিন্দারা
দায়িত্ব নেওয়ার পরই টুইটারের একাধিক কর্মীকে ছাঁটাইের সিদ্ধান্ত নেন এলন মাস্ক। তা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখোমুখি হয় টুইটার। ভেরিফিকেশন নিয়ে মাস্কের সিদ্ধান্তের জেরে একাধিক সংস্থা টুইটার থেকে বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে। কর্মীছাঁটাই নিয়ে যদিও এলন মাস্কের দাবি, এই টুইটারের উন্নতির জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিল।