দায়িত্ব নিয়েই ৩০০০ কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করেন এলন মাস্ক। একটি বিজ্ঞপ্তি দিয়ে টুইটার জানিয়েছে, যাদের ছাঁটাই করা হবে তাঁদের মেল পাঠিয়ে জানিয়ে দেবে টুইটার। এরপরই শুক্রবার বিশ্বজুড়ে টালমাটাল মাইক্রোব্লগিং সাইট। এক ঘণ্টা বন্ধ ছিল টুইটারের ডেস্কটপ ভার্সন।
কর্মী ছাঁটাইয়ের বিজ্ঞপ্তিতে টুইটার জানিয়েছে, আগামী দিনের সাফল্য ও ভাল পরিবেশ তৈরি করতে বিশ্বজুড়ে এই কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই এই মাইক্রোব্লগিং সাইট থেকে চাকরি হারাবেন অনেকেই। তবে কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক হলেও অত্যন্ত জরুরী। পাশাপাশি কর্মী ছাঁটাই ছাড়াও নিরাপত্তা নিয়েও একটি বিজ্ঞপ্তি দেয় টুইটার। জানানো হয়েছে, সংস্থার অফিস সাময়িকভাবে বন্ধ রাখা হবে। টুইটারের সিস্টেম এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এদিন সব কর্মীদের ব্যাচ অ্যাক্সেসও বন্ধ করে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-মেইলের মাধ্যমে হবে ছাঁটাই প্রক্রিয়া। আমেরিকান সময় শুক্রবার সকাল ন'টার মধ্যে ইমেল পাঠানো হবে সংশ্লিষ্ট কর্মীদের। যাঁদের চাকরি থাকবে তাঁদের ব্যক্তিগত ইমেলে নোটিস যাবে। যাঁরা শুক্রবার বিকেলের মধ্যেও কোনও মেল পাবেন না, তাঁদের নিজে থেকে একটি মেল করতে হবে।