প্রতিমাসেই পিএফ অ্যাকাউন্টে টাকা জমছে। সুদও পাওয়া যাচ্ছে ৮.১৫ শতাংশ। বেশ কিছুটা অর্থ জমে যাওয়ার পরেই টাকার প্রয়োজন। এই গচ্ছিত অর্থ তুলে নেবেন ভাবছেন? যদিও বিশেষজ্ঞদের মতে পিএফ অ্যাকাউন্টে সঞ্চিত অর্থ সবসময় অবসরের পরেই তোলা উচিত। তবে, একান্ত প্রয়োজন হলে টাকা তোলার আগে এই বিষয়গুলি খেয়াল রাখবেন।
১. পিএফ অ্যাকাউন্ট খোলার ৫ বছর পর যদি টাকা তোলেন সেক্ষেত্রে কোনও সমস্যা নেই। কিন্তু ৫ বছরের আগে টাকা তুললে আপনাকে ট্যাক্স দিতে হবে। তবে এই ট্যাক্স টিডিএসের মতো কাটা হয়।
২.পিএফ অ্যাকাউন্টের মেয়াদ ৫ বছর হওয়ার আগে যদি কোনও কর্মচারী অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেন এবং পিএফের টাকা তোলার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কর দিতে হবে না। সংস্থা বন্ধ হয়ে গেলেও টাকা তুলতে কর দিতে হবে না।
আরও পড়ুন - মাসের শেষে সঞ্চয় হয় না? মাথায় রাখুন এই টিপস
৩. বাড়ি বা কোনও প্লট কেনার জন্য পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তোলার ব্যবস্থা রয়েছে। যদিও এক্ষেত্রেও আপনার পিএফ অ্যাকাউন্টটি পাঁচ বছরের পুরানো হতে হবে।