লোকসভা ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের । ফ্যামিলি পেনশন স্কিমে এবার সন্তানকে নমিনি করতে পারবেন মহিলা কর্মী বা মহিলা পেনশন গ্রাহকরা । কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পেনশন গ্রহণের ক্ষেত্রে তাঁর স্বামীর জায়গায় সন্তানকে নমিনি করার সুযোগ থাকবে ।
ডিপার্টমেন্ট অফ পেনশন অ্য়ান্ড পেনশনার্স ওয়েলফেয়ার এবার সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন) রুল, ২০২১-এ একটি সংশোধনী এনেছে । সংশোধনের আগে সাধারণত, সরকারি পুরুষ বা মহিলা কর্মী বা পেনশনভোগী মারা গেলে, তাঁর স্ত্রী অথবা স্বামী ওই পেনশন পাওয়ার প্রথম দাবিদার । সেই স্ত্রী বা স্বামী কোনও কারণে তা নেওয়ার অযোগ্য হলে বা মারা গেলে তবেই সন্তান সেই টাকা পান । তবে, নতুন সংশোধনী অনুযায়ী, মহিলা কর্মীরা পেনশনের ক্ষেত্রে স্বামীকে নমিনি নাও করতে পারেন । সরাসরি সন্তানকে সেই অধিকার দিতে পারেন ।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, এই সংশোধনীর লক্ষই হল, বৈবাহিক সম্পর্কে কোনও সমস্যা থাকলে বা ডিভোর্স সংক্রান্ত বিষয়ে মহিলাদের সুবিধা প্রদান করা । এছাড়াও যে সরকারি মহিলা কর্মী পারিবারিক হিংসা বা পণ সংক্রান্ত অভিযোগ করেছেন, ও তার মামলা চলছে, তাঁদের ক্ষেত্রে এই পেনশনের নিয়ম সুবিধা এনে দিতে পারে।