Budget 2024: আজ কেন্দ্রীয় বাজেট, দাম নিয়ন্ত্রণে রেখে মধ্যবিত্তের মুখে কি হাসি ফোটাতে পারবেন অর্থমন্ত্রী?

Updated : Jul 23, 2024 06:26
|
Editorji News Desk

আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভা ভোটের কারণে চলতি বছরের ১ ফেব্রুয়ারি অন্তর্বতী বাজেট পেশ করা হয়েছিল। ৪ জুন ভোট ফল প্রকাশের পর তৃতীয়বারে জন্য ক্ষমতায় এসেছে NDA জোট। সরকার গঠনের পর এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

এদিকে আজকের বাজেট পেশ করে এক নয়া রেকর্ড গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কারণ মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা ৭ বার বাজেট পেশ করবেন নির্মলা।  

চলতি বাজেট অধিবেশনে ৬টি বিল পাস হওয়ার কথা। একইসঙ্গে জম্মু ও কাশ্মীরের বাজেট নিয়েও আলোচনা হতে পারে। অন্যদিকে প্রায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। সুতরাং দাম নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপও নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এদিকে সোমবারই বাজেট অধিবেশন শুরু হয়েছে। সংসদে সর্বদলীয় বৈঠক হয়। পাশাপাশি রণনীতি ঠিক করকে বৈঠক হয় কংগ্রসের অন্দরেও। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি খড়গে এবং রাহুল গান্ধী।

 সোমবার বাজেট অধিবেশনের শুরুর আগেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, জানুয়ারি থেকে সামর্থ্য অনুযায়ী লড়াই হয়েছে। নির্বাচন মিটেছে। এবার নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব আগামী পাঁচ বছর সবাইকে একত্রিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে লড়াইয়ের আহ্বাণ করেছেন তিনি। 

এদিকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তাই কপালে ভাঁজ মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে সব সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখাই এখন চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর। পাশাপাশি করের বোঝা যাতে না বাড়ে সেই দিকেও তাকিয়ে রয়েছেন অনেকেই। 

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, গত কয়েক বছর ধরে ড্রোন, মহিলা ক্ষমতায়ন, চিকিৎসা সহ বিভিন্ন খাতে বাজেটে বেশি করে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি MSME সেক্টরেও যাতে আগ্রহ বৃদ্ধি করা যায় সেদিকে স্বচেষ্ট ছিল। এবারও কি সেদিকেই নজর থাকে নাকি এর কিছু পরিবর্তন আসে সেটাই এখন দেখার।   

 

Nirmala Sitaraman

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল

editorji | ব্যবসা-বাণিজ্য

Personal Loan : পার্সোনাল লোন সংক্রান্ত ৬'টি মিথ, লোন নেওয়ার আগে যা জেনে নিলে সুবিধা হবে আপনারই