EPFO Fund: EPF নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রীয় সরকারের, বাড়ছে সুদের হার, অনেক বেশি টাকা পাওয়ার সুবিধা

Updated : Jul 12, 2024 07:29
|
Editorji News Desk

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা  EPF এর সুদের হার বাড়ল। পূর্ণাঙ্গ বাজেট পেশের আইগে এই সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছিল EPF এ সুদের হার বাড়তে পারে। এবার তা সত্যি হতে চলেছে। 

আগে EPF এ সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে .১০ শতাংশ করে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। সুতরাং নয়া নিয়ম অনুযায়ী EPF মেম্বাররা ৮.২৫ শতাংশ হারে সুদ পাবেন। এর ফলে উপকৃত হবেন প্রায় ৭ কোটি EPF সদস্য। 

এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে টুইটারে। সেখানে জানানো হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষ থেকেই এই সুবিধা পাওয়া যাবে। 

শুধু সুদের হার বৃদ্ধিই নয়,EPFO-র অগ্রিম টাকা তোলার ক্ষেত্রেও একাধিক পরিবর্তন এসেছিল। আগে অগ্রিম বাবদ তোলা যেত সর্বাধিক ৫০ হাজার টাকা। কিন্তু সেই টাকার পরিমাণ বাড়িয়ে বর্তমানে করা হয়েছে ১ লাখ টাকা। এবং বর্তমানে মাত্র ৩ দিনের মধ্যেই সেটেলমেন্ট পাওয়া সম্ভব। 

EPFO-কী? 
সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীরা প্রতিমাসের বেতনের একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমিয়ে রাখেন প্রভিডেন্ট ফান্ড খাতে। চাকরি থেকে অবসর নেওয়ার পর ওই টাকার কিছুটা অংশ এককালীন এবং বাকি অংশ পেনশন হিসেবে পাওয়া যায়। এছাড়াও অগ্রিম বাবদও টাকা তোলা সম্ভব।

EPFO

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল

editorji | ব্যবসা-বাণিজ্য

Personal Loan : পার্সোনাল লোন সংক্রান্ত ৬'টি মিথ, লোন নেওয়ার আগে যা জেনে নিলে সুবিধা হবে আপনারই