এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPF এর সুদের হার বাড়ল। পূর্ণাঙ্গ বাজেট পেশের আইগে এই সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছিল EPF এ সুদের হার বাড়তে পারে। এবার তা সত্যি হতে চলেছে।
আগে EPF এ সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে .১০ শতাংশ করে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। সুতরাং নয়া নিয়ম অনুযায়ী EPF মেম্বাররা ৮.২৫ শতাংশ হারে সুদ পাবেন। এর ফলে উপকৃত হবেন প্রায় ৭ কোটি EPF সদস্য।
এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে টুইটারে। সেখানে জানানো হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষ থেকেই এই সুবিধা পাওয়া যাবে।
শুধু সুদের হার বৃদ্ধিই নয়,EPFO-র অগ্রিম টাকা তোলার ক্ষেত্রেও একাধিক পরিবর্তন এসেছিল। আগে অগ্রিম বাবদ তোলা যেত সর্বাধিক ৫০ হাজার টাকা। কিন্তু সেই টাকার পরিমাণ বাড়িয়ে বর্তমানে করা হয়েছে ১ লাখ টাকা। এবং বর্তমানে মাত্র ৩ দিনের মধ্যেই সেটেলমেন্ট পাওয়া সম্ভব।
EPFO-কী?
সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীরা প্রতিমাসের বেতনের একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমিয়ে রাখেন প্রভিডেন্ট ফান্ড খাতে। চাকরি থেকে অবসর নেওয়ার পর ওই টাকার কিছুটা অংশ এককালীন এবং বাকি অংশ পেনশন হিসেবে পাওয়া যায়। এছাড়াও অগ্রিম বাবদও টাকা তোলা সম্ভব।